অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত অর্থনীতির স্বাভাবিক গতি প্রত্যাশা করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।
Advertisement
বুধবার (৭ আগস্ট) জাগো নিউজকে এ কথা জানিয়ে তিনি বলেন, মোটাদাগে আমরা টেকসই অর্থনীতির দিকে যেতে চাই।
আরও পড়ুন
ব্যাংকিং সেক্টরকে সচল করতে হবে বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশীরাও বিপদে পড়বে ১৫ সদস্যের অন্তর্বর্তী সরকার হতে পারে: সেনাপ্রধানতিনি বলেন, এখন ব্যবসা-বাণিজ্যের জন্য ঠিকঠাক সুরক্ষা চাই। কারখানা চালানোর জন্য নিরাপত্তা দরকার। ব্যাংকিং কার্যক্রম, বন্দরের কার্যক্রম, পণ্য পরিবহন ও কাস্টমে স্বাভাবিক গতি ফিরে আসুক। তাড়াতাড়ি যেন ব্যবসাবান্ধব পরিবেশে যেতে পারি এটাই প্রত্যাশা।
Advertisement
আসিফ ইব্রাহিম বলেন, আমাদের এখনই ব্যবসায় ফিরতে হবে। এটিই এখন চাওয়া।
এনএইচ/এমআরএম/এমএস