দেশজুড়ে

ভৈরবে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেন্দিপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে জহিরুল্লাহ মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের সাহু মিয়ার ছেলে।

Advertisement

বুধবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বিএনপির নেতাকর্মীদের আনন্দ মিছিলকে কেন্দ্র করে মেন্দিপুর পূর্বপাড়া এলাকার সাহু মিয়ার বাড়ি ও আক্কাছের বাড়ির লোকজনের মধ্য কথা-কাটাকাটি হয়। পরে এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পক্ষ সাদেকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহর সমর্থক সাহুর বাড়ির লোকজন। আরেক পক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হকের সমর্থক আক্কাছ মিয়ার বাড়ির লোকজন।

সংঘর্ষের ঘটনাটি বিকেলে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। আজ সকালে দুইপক্ষের লোকজন পুনরায় সংঘর্ষে লিপ্ত হন। এসময় প্রতিপক্ষের টেঁটার আঘাতে সাহুর বাড়ির জহিরুল্লাহ নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

Advertisement

সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন বলেন, জহিরুল্লাহর মৃত্যুর বিষয়টি দুঃখজনক।

এ বিষয়ে জানতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

রাজীবুল হাসান/এসআর/এমএস

Advertisement