সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাট বন্দর ও তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উল্লাপাড়া মডেল থানার পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Advertisement
বিকেল ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি ফায়ার সার্ভিস।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আমরা ছয়টা ইউনিট কাজ করছি। আগুন নিয়ন্ত্রণ করতে আরও দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগবে।
স্থানীয়রা জানান, বাবলু নামের এক ব্যক্তি পৌর বাজারে মুরগি কিনতে গেলে ব্যবসায়ীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে একজনকে মারধর করা হলে চরসাতবাড়িয়া ও জিগরা গ্রামের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে একপক্ষ পাট বন্দরে আগুন দিলে সেটি ছড়িয়ে তেলের গুদাম ও ৮-১০টি দোকানে ছড়িয়ে পড়ে।
Advertisement
এম এ মালেক/এসআর/এমএস