শেখ হাসিনার পদত্যাগের পর এখনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়নি। এমতাবস্থায় অস্থিরতা বিরাজ করছে দেশজুড়ে। এর মধ্যে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ মন্ত্রী-এমপি ও প্রশাসনের অনেক শীর্ষ কর্মকর্তা।
Advertisement
এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে পলায়ন রোধে বার্তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তার জোরদার করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, সীমান্ত দিয়ে পলায়ন রোধে +8801769-600682 এবং +8801769-620954 নম্বরে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করুন।
Advertisement
আরও পড়ুন
দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরে আটক পলকআওয়ামী লীগ সরকারের পতনের পর এর মধ্যেই অনেকেই দেশ ছাড়ার চেষ্টা করেছেন। এ সময় ধরাও পড়েছেন বেশ কয়েকজন।
সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নিয়েছে।
টিটি/ইএ/এএসএম
Advertisement