পদত্যাগ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
Advertisement
দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রায় ৪ বছর দায়িত্ব পালন করেন আমিন উদ্দিন।
আরও পড়ুন: রোষানলে পড়ে বাংলাদেশ ব্যাংকের দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগর্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর রহমানআজকালের মধ্যে ড. ইউনূস দেশে পৌঁছাবেন২০২০ সালের ৮ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাটর্নি জেনারেল হিসেবে এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন।
এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
Advertisement
এফএইচ/এসএনআর/জেআইএম