চুয়াডাঙ্গায় জেলা কৃষকলীগ সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
Advertisement
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে গোলাম ফারুকের নিজ এলাকা মোমিনপুর বাজারে যুবলীগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনরা জানান, গোলাম ফারুকের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে মোমিনপুর বাজারে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন তিনি। এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
Advertisement
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হুসাইন মালিক/এসআর/জিকেএস