শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতেও যাচ্ছেন না। দেখা মেলেনি সড়কেও। তাই ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
Advertisement
মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে ট্রাফিক পুলিশের ভূমিকায় সাধারণ শিক্ষার্থীদের দেখা গেছে।
শিক্ষার্থীরা বলছেন, সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন।
রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড়ে সরেজমিনে দেখা যায়, প্রতি মোড়েই আট থেকে দশজন শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন। সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলছে। গাড়ির চাপ কম থাকায় অনেকেই উল্টো পথে যাওয়ার চেষ্টা করছেন। যদিও শিক্ষার্থীরা তাদের ফিরিয়ে দিচ্ছেন। এছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের সচেতন করছেন শিক্ষার্থীরা।
Advertisement
ঢাকা কলেজের শিক্ষার্থী সানবির বলেন, রাস্তায় ট্রাফিক পুলিশ নাই। সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। তাই আমরা ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছি। আমাদের দেশ সুন্দর, সুশৃঙ্খলভাবে আমাদেরই গড়ে তুলতে হবে। সকাল থেকেই এখানে দায়িত্ব পালন করছি।
শিক্ষার্থীরা দায়িত্ব নেওয়ায় খুশি সাধারণ মানুষও। একটি প্রাইভেট কারের চালক শফিক বলেন, ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে যানজট লাগতে পারে। শিক্ষার্থীরা ভালো ভূমিকা পালন করছে। সবাই নিয়ম অনুযায়ী চলাফেরা করছে। এরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারা খুবই ভালো কাজ করছে।
এনএস/এমএইচআর/জিকেএস
Advertisement