জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিসিএম) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় এনটিসিএমর মহাপরিচালকের শূন্য পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।
Advertisement
মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২০১৭ সালের ৬ মার্চ মেজর জেনারেল জিয়াউল আহসানকে এনটিএমসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়৷ ২০২২ সালের ৬ সেপ্টেম্বর তিনি সংস্থাটির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান।
এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন একটি অধিদপ্তর। সংস্থাটি সাইবার অপরাধ প্রতিরোধ, জাতীয় নিরাপত্তার স্বার্থে টেলিযোগাযোগ সম্পর্কিত দিক-নির্দেশনা, পর্যবেক্ষণ ও অন্যান্য সরকারি সংস্থাসমূহকে যোগাযোগ সংক্রান্ত গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা দেওয়ার কাজ করে থাকে।
Advertisement
এএএইচ/এমএএইচ/এমএস