জাতীয়

ছাত্রলীগের দুই নেতাকে আটকে দিলো বিমানবন্দর কর্তৃপক্ষ

ছাত্রলীগের দুই নেতাকে আটকে দিলো বিমানবন্দর কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Advertisement

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাদের আটকে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র। তবে তারা কোন দেশে যাওয়ার চেষ্টা করছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরে আটক পলক

এর আগে বিকেল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়।

Advertisement

এএএইচ/এমএইচআর/জিকেএস