রাজনীতি

ড. ইউনূসের বিষয়ে যা বললো জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেন, ছাত্ররা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। তারা করতেই পারে। তাদের আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সঙ্গে ধারণ করি। যদি জাতি একটা সুস্থ রাস্তায় ওঠে, এটা হবে তাদের ত্যাগের ফসল।

Advertisement

১৩ বছর পর মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের আমীর শফিকুর রহমান।

তিনি বলেন, ‘তাদের অধিকার আছে এ ধরনের কিছু বলার। রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন ছাত্রদের কথাও শোনেন। কথা দিয়েছেন, এখন এ বিষয়ে কোনো মন্তব্য করছি না।’

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিষয়টা আদালতের বিষয়। যখন দেশে একটা ডেডলক চলছিল সেই সময় আমাদের সিনিয়র আইনজীবী সময় চেয়েছিলেন। এখানে আইনের সুযোগ আছে। এটা এখন আমাদের প্রসঙ্গ নয়। এখন জাতিকে কীভাবে শান্তিপূর্ণ করা যায় সেটা আমাদের বিষয়।’

Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, এটা নিয়ে বেশি হোমওয়ার্ক করার দরকার পড়বে না। যদিও আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। আইন জনগণের জন্য। প্রয়োজনে আবার সংশোধন করা যাবে। কাজ করছি দু-একদিন সময় লাগবে।’

কেএইচ/এমএএইচ/জিকেএস