দেশজুড়ে

কাশিমপুর কারাগারে বন্দিদের উত্তেজনা, সেনাবাহিনীর টহল

কাশিমপুর কারাগারে বন্দিদের উত্তেজনা, সেনাবাহিনীর টহল

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দিদের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। ভেতরে থাকা বন্দিরা এ উত্তেজনা সৃষ্টি করেন বলে জানা গেছে। এসময় ভেতরে গুলির শব্দ শুনে কারা ফটকের বাইরে সাধারণ মানুষ ও স্বজনরা ভিড় করেন।

Advertisement

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনৈতিক আসামিদের মুক্তি দেওয়ার খবরে তাদের স্বজনরা সকাল থেকে কারা ফটকের সামনে অপেক্ষা করছিলেন। দুপুরের দিকে কারাগারের ভেতর হঠাৎ উত্তেজনা দেখা দেয়। এসময় গুলির শব্দ শুনতে পান বাইরে থাকা লোকজন। পরে বাইরে থাকা স্বজনরাও উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে সেনাবাহিনীর টহলরত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সেনাবাহিনীর গাজীপুর জোনের আর্টিলারি বিগ্রেড মেজর হায়দার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এ বিষয় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালার মোবাইলে অনেকবার ফোন দিলেও তিনি ধরেননি।

Advertisement

আমিনুল ইসলাম/এসআর/এমএস