অর্থনীতি

নিরাপত্তা পেলে তৈরি পোশাক কারখানা খুলবে কাল

   

দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারি–বেসরকারি অনেক প্রতিষ্ঠান খুললেও রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। তবে কাল বুধবার (৭ আগস্ট) থেকে কারখানা খুলতে চান মালিকরা। সেজন্য তারা নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন।

Advertisement

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম জাগো নিউজকে বলেন, ‘আজ (মঙ্গলবার) কারখানা বন্ধ রেখে আমরা পরিস্থিতি দেখছি। তবে কাল থেকে পোশাক কারখানা খোলার চিন্তাভাবনা রয়েছে।’

মোহাম্মদ হাতেম বলেন, ‘এখনো অনেক এলাকায় স্থানীয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারছে না। তারা এখনো নিজেদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত। এরমধ্যে আমরা কারখানা খুললে আবারও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারতো। যে কারণে আজকে কারখানা বন্ধ রয়েছে। তবে কাল থেকে খুলতে চাচ্ছি।’

আরও পড়ুন

Advertisement

দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ ঘোষণা আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি বিজিএমইএ’র বিশেষ অনুরোধ পোশাক রপ্তানিকারকদের ৭ দিনের বন্দর ডেমারেজ মওকুফ

বিকেএমইএর নির্বাহী সভাপতি বলেন, ‘অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে। দলীয় লোক নয়, কিছু সংখ্যক সন্ত্রাসী-টোকাই শ্রেণির লোকজন নানা ভাবে এখন ঘোলা পানিতে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সে জায়গায় আমাদের উদ্বেগ। নিরাপত্তার এসব বিষয়ে প্রতিশ্রুতি পেলে কারখানা খুলতে চাই কাল।’

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক আশিকুর রহমান তুহিন জাগো নিউজকে বলেন, ‘আজ পরিস্থিতি ভালো। মনে হচ্ছে কাল কারখানা খোলা যাবে। এমন চিন্তাভাবনা আমরাও করছি। সিনিয়র নেতাদের নিয়ে আজ আমরা বসবো।’

আরও পড়ুন

১১ মাসে পোশাক রপ্তানি কমেছে ৫.২ শতাংশ শিপমেন্ট খরচ-কার্যাদেশ নিয়ে শঙ্কায় তৈরি পোশাক রপ্তানিকারকরা

আশিকুর রহমান তুহিন বলেন, ‘আমাদের অনেক ক্ষতি হয়েছে এ কয়েকদিনে। কিন্তু রপ্তানিতো বন্ধ রাখা যাবে না। তারপরেও নিরাপত্তার স্বার্থে আজ খুলতে পারিনি। এটাও ক্ষতি।’

Advertisement

অন্যদিকে নতুন সরকার ও ব্যবসা পরিস্থিতি নিয়ে কী ভাবছেন-এমন প্রশ্নে মোহাম্মদ হাতেম বলেন, ‘সরকার যেই আসুক, আমরা (পোশাক খাতের ব্যবসায়ীরা) তাদের ওয়েলকাম করি। আমরা ব্যবসায়ী, সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করাটাই আমাদের ধর্ম। আমরা চাই ব্যবসা করার সুষ্ঠু পরিবেশ। সবাই মিলে দেশের জন্য এ পরিবর্তন এনেছে। সেজন্য কলকারখানা ও দেশের অর্থনীতি সচল রাখাটা জরুরি, তাতে সবার মঙ্গল।’

আইএইচও/এমএমএআর/এমএস