জাতীয়

সাবেক ডিবিপ্রধান হারুন এখন কোথায়?

পুলিশ সদর দপ্তরের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার (৫ আগস্ট) দুপুর থেকে একসঙ্গে ছিলেন।

Advertisement

তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙে ছাত্র-জনতা শাহবাগের দিকে আসতে থাকেন, তখন তাদের নির্দেশনা কমে আসে।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা ওয়্যারলেসে আর নির্দেশনা দেননি।

বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান।

Advertisement

আরও পড়ুন: বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান আমেরিকার, সেনাবাহিনীকে স্যালুটযাত্রাবাড়ী থানা পুড়ে ছাই, যে যা পারছেন নিয়ে যাচ্ছেনআমুর বাসা থেকে ৫ কোটি টাকা উদ্ধার

পুলিশ সদর দপ্তরের তিনজন পরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন, বিকেলে হারুন অর রশীদসহ কয়েকজন সিভিল পোশাকে বের হন। এরপর তারা দেওয়াল টপকে নগর ভবনে যান, সেখান থেকে তারা কই গেছে তা আর জানা যায়নি। তাদের মুখে মাস্ক পরা ছিল।

এর আগে যাত্রাবাড়ী থানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চায়। তখন হারুন থানার ওয়ারলেসে (ভিক্টর-৩) ওই থানার ওসি আবুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বলেন। তবে এরপর আর তার কোনো নির্দেশনা ছিল না।

টিটি/এসএনআর/জেআইএম

Advertisement