প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই খুশিতে কারফিউ ভেঙে সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা থেকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহলের সামনে জড়ো হতে থাকে হাজারো ছাত্র-জনতা। শুরু হয় বিজয় উল্লাস। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী, কিশোরী সববয়সী বিভিন্ন মানুষকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে স্লোগান দিতে শোনা যায়।
Advertisement
এদিকে বিজয় মিছিল থেকে আওয়ামী লীগের সব ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করতে দেখা যায়। এ সময় কান্দিরপাড় এলাকায় স্থানীয় একটি পত্রিকা অফিসও ভাঙচুর করেন তারা।
এছাড়া বিকেল সোয়া ৩টার দিকে বিক্ষুব্ধ ছাত্রজনতা নগরীর রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ তলা বিশিষ্ট অফিসে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় অফিসের বাইরে সাধারণ মানুষকে উল্লাস করতে দেখা গেছে।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএমএআর/জেআইএম
Advertisement