আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা পেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২৪ ঘণ্টার মধ্যে আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া সব বন্দির মুক্তির দাবি জানিয়েছেন তারা।
Advertisement
সোমবার (৫ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবো। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকদের অংশ থাকবে এবং নাগরিক সমাজসহ বিভিন্ন পেশাজীবী ও বিভিন্ন পক্ষ রয়েছে। সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা ও সেই সরকারে কারা কারা থাকবেন তাদের নাম ঘোষণা করবো।
নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকদের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো সরকার সমর্থন করবো না। সেটা সেনা-সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি-শাসিত সরকার হতে পারে- এ ধরনের সরকারকে বিপ্লবী ছাত্র-জনতা গ্রহণ করবে না।
Advertisement
আরও পড়ুন
দেশ ছাড়লেন শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারে আলোচনায় যারা প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভা বিলুপ্তএই সমন্বয়ক আরও বলেন, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। এছাড়া যারা এই ফ্যাসিস্ট রেজিমে শহীদ হয়েছেন তাদেরও স্মরণ করছি।
তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা যেন কোনো সুযোগ না পায় সেজন্য ছাত্র-জনতাকে রাজপথেই থাকতে হবে।
এসময় তিনি ২৪ ঘণ্টার মধ্যে সব রাজবন্দির মুক্তিও দাবি করেন। এসময় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তার দাবিও জানান তিনি।
Advertisement
পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান সমন্বয়ক নাহিদ ইসলাম।
আরও পড়ুন
মা আর রাজনীতিতে ফিরবেন না: জয় গণভবনের চেয়ার টেবিল মাছ মুরগি জনতার হাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবেঅনেক পক্ষ সুযোগ নিয়ে আন্দোলনকারীদের ওপর দোষ চাপাতে পারে বলেও সবাইকে সতর্ক করেন তিনি।
রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি যেন না হয় সে ব্যাপারেও সতর্ক থাকলে রাজপথে ছাত্র-জনতাকে থাকার আহ্বান জানান তিনি।
এসএইচএস/এএসএম/ইএ