সাহিত্য

কেন ইতিহাসের চামড়া লাল হয়ে যায়?

আমিরুল ইসলাম বাপন

Advertisement

ভাবনাহীন দু’হাত হাতে রেখে ভালোবাসি বলারসাহস না পাওয়া মেয়েটি অবলীলায় রাজপথেমিছিলে হাতে হাত রেখে চায় অধিকারকোমলাক্ষে ঝরে বিদ্রোহ, ওষ্ঠ প্রকম্পিত হুংকারঅনলবর্ষী চোখ, বুলেটপ্রুফ বুক, মাইক্রোফোন যেন দুই ঠোঁট তারগণমানুষের প্রেমিকা প্রতিবাদী মেয়েগণবিধ্বংসী ভালোবাসা বোঝে না আমার

ইতিহাসের চামড়া লাল হয়ে যায় সাফল্যের আঘাতেজাতিসত্তার দগদগে শরীর দাফন করে ফেলে কারা?ন্যায়চ্যুত বিক্ষোভ সন্ত্রাস হাতে চাঁদনিরাত হয় কালোরাতরাজপথে অনাশ্রিত অনুভব প্রেমিকার গা-বিচ্ছিন্ন হাত

কেন কৃষক কর্ষিত ফসলে আসে বান?কেন জেলের ফেলা স্বপ্নের জাল ছিঁড়ে যায়?কেন মজুরের শ্রম হয়ে পড়ে অর্থহীন?কেন প্রেমিকেরা ফেরে না ঘরে অধিকার নিয়ে?কেন প্রেমিকার ভাবনাহীন হাত নির্ভার হয়ে যায়?কেন ইতিহাসের চামড়া লাল হয়ে যায়?কেন জাতিসত্তার দগদগে শরীর দাফন হয়ে যায়?

Advertisement

শ্রমিকের বোনা স্বপ্ন, মজুরের সর্বশেষ হাসি পুনরায় ফিরবে, ফিরবেইনিয়মতান্ত্রিক অনিয়মের ঘোড়ায় চড়ে টিএসসি, কলাভবন, কার্জন ও সোহরাওয়ার্দী উদ্যানে আমার প্রেমিকারা ফিরবে আজ,অস্থিতিশীল পরিস্থিতির কারিগর সন্ত্রাসী কাপুরুষেরাসারিবদ্ধ দু’পাশ থেকে অস্ত্র নয়, ছোঁড়ো ফুলের তোড়া।

এসইউ/জিকেএস