আন্তর্জাতিক

দিল্লির যে বাড়িতে ছিলেন শেখ হাসিনা

দিল্লির যে বাড়িতে ছিলেন শেখ হাসিনা

পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা ভারতে গেছেন। ছাত্রজনতার বিক্ষোভের মুখে পড়ে সোমবার (৫ আগস্ট) তিনি গণভবন ত্যাগ করেন। তার যাওয়ার বিষয়টি ভারতের বেশ কিছু গণমাধ্যম নিশ্চিত করেছে।

Advertisement

তবে এবারই প্রথম নয়, এর আগেও তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানকে ঢাকায় পরিবারসহ হত্যার পর তিনি ভারতের রাজধানী দিল্লিতে ছয় বছর ছিলেন।

ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেই সময় দিল্লির লাজপত নগরের পান্ডারা রোডে ছিল তার গোপন বাসস্থান। তার সঙ্গে ছিলেন স্বামী, বোন ও দুই সন্তান।

এদিন শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি ও তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। যাওয়ার আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন। তবে সেই সুযোগ পাননি তিনি।

Advertisement

ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, এরই মধ্যে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা।

গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার।

জানা গেছে, শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে যেতে পারেন।

সূত্র: ইন্ডিয়াটুডে

Advertisement

এমএসএম/এএসএম