গণভবনের চেয়ার-টেবিল, ফ্যান, গরু, মাছ, মুরগি, বালিশ-তোশকসহ প্রয়োজনীয় উপকরণ জনতার হাতে হাতে দেখা গেছে।
Advertisement
সোমবার (৫ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, এসব উপকরণ নিয়ে উল্লাস করছে জনগণ। কারও হাতে গাছ, কারও হাতে হাঁস দেখা গেছে। হারমোনিয়াম, পিয়ানো ও পিতলের বাসনকোসনও নিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা।
এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন বলে খবর প্রকাশ করে এনডিটিভি ও এএফপি।
আরও পড়ুন
Advertisement
এএফপির খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।
এএফপি আরও জানিয়েছে, শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
এমওএস/বিএ/জিকেএস
Advertisement