আন্তর্জাতিক

লাইভ আপডেট দিচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলো

লাইভ আপডেট দিচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলো

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবশেষ খবরাখবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এই তালিকায় রয়েছে বিবিসি, আল-জাজিরা, এনডিটিভির মতো প্রভাবশালী গণমাধ্যমও।বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভের খবর জানাতে লাইভ আপডেট চালু করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেখানে আন্দোলন সংক্রান্ত নানাবিধ খবর প্রচার করা হচ্ছে। একইভাবে লাইভ আপডেট দিচ্ছে ভারতের টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দু। দেশটির আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির হোমপেজেও প্রধান খবর হিসেবে উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Advertisement

মূলত, বিশ্বের প্রায় সব সুপরিচিত সংবাদমাধ্যমেই গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুরু থেকেই এসব ঘটনার নিয়মিত আপডেট দিচ্ছে। একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে দ্য নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ভয়েস অব আমেরিকা, ডয়েচে ভেলে, টরন্টো টাইমস, ডয়েচে ভেলের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে।এএফপি, রয়টার্স, এপি, আনাদোলু এজেন্সির মতো বার্তা সংস্থাগুলোও নিয়মিত বাংলাদেশের পরিস্থিতি জানিয়ে দিচ্ছে বিশ্ববাসীকে।কেএএ/