জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে প্রবর্তিত ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার' প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
Advertisement
আজ (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৪ এর জন্য ১০ ব্যক্তি এবং দুটি সংস্থার নাম ঘোষণা করা হয়েছে রোববার।
এবারের পুরস্কারের জন্য যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তারা হলেন- আজীবন সম্মাননা বীর মুক্তিযোদ্ধা তানভীর মাজহার ইসলাম, শ্যুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক ফিরোজা খাতুন, সাঁতারু মাহফিজুর রহমান সাগর, উদীয়মান ক্রিকেটার তাওহীদ হৃদয়, স্প্রিন্টার জহির রায়হান, ক্রীড়া সংগঠক মোহাম্মদ আতিকুল হাবিব ও মাহি উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, পৃষ্ঠপোষক হামিদ গ্রুপ, ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম এবং ক্রীড়া ধারাভাষ্যকার কল্যাণ কুমার সাহা।
Advertisement
আরআই/আইএইচএস/