দেশের ভবিষ্যৎ প্রজন্মের ওপর আঘাত এ জাতি কখনো মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
Advertisement
তিনি বলেন, ‘আমাদের ছাত্র সমাজ, আমাদের ছেলে-মেয়েরা আমাদের ভবিষ্যৎ। যে বা যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর আঘাত করবে, তাদেরকে অবশ্যই জনগণের সামনে জবাবদিহি করতে হবে।’
রোববার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আন্দোলনকারীদের উদ্দেশ্যে অলি আহমদ বলেন, ‘বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই নিষ্ঠুর ও অমানবিক, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করবেন না। আপনাদের যৌক্তিক দাবি থেকে এক সুতা পরিমাণও সরা যাবে না।’
Advertisement
তিনি বলেন, ‘সব বাধা বিপত্তি উপেক্ষা করে, সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাবেন। সরকারের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি শিথিল করা যাবে না। নতুন জাতীয় বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জাতীয় ঐক্য ধরে রাখুন। মিথ্যাবাদী ও গুজব রটনাকারীদের কথায় বিভ্রান্ত হবেন না।’
কেএইচ/কেএসআর