বিনোদন

স্বল্প বাজেটের বলিউড নির্মাতা খ্যাত রাজেশ মিত্তল মারা গেছেন

বলিউড নির্মাতা ও প্রযোজক রাজেশ মিত্তল মারা গেছেন। শুক্রবার (২ আগস্ট) সকাল ৭টায় মুম্বাইতে তার বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

Advertisement

আরও পড়ুন:

অরিজিতের আগস্টের সব কনসার্ট বাতিল, কী হয়েছে গায়কের অসুস্থতার সংবাদের মাঝে স্ত্রীর সঙ্গে কোথায় যাচ্ছেন অরিজিৎ

নির্মাতা রাজেশ মিত্তলের মৃত্যুতে বলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৩ আগস্ট) ১২টা ৩০ মিনিটে প্রয়াত নির্মাতার শেষকৃত্য সম্পন্ন হয়। রাজেশ মিত্তল ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। স্বল্প বাজেটের সিনেমা নির্মাণের জন্য তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন। তিনি মোট ৪৫টি সিনেমা নির্মাণ করেছেন।

প্রতিটিতে সিনেমাতেই নৈপুণ্যের পরিচয় দিয়েছেন রাজেশ। তার নির্মিত আলোচিত সিনোমর মধ্যে রয়েছে ‘ফির আয়া সাত্তা পে সাত্তা’, ‘গীতা মেরে নাম’ ও ‘শহীদ চন্দ্রশেখর আজাদ’।

Advertisement

এমএমএফ/এমএস