দেশব্যাপী গণহত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিপীড়ন বিরোধী শিক্ষকরা। রোববার (৪ আগস্ট) দুপুর ১২টায় শাবিপ্রবির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Advertisement
এর আগে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় জড়ো হয়ে র্যালি শুরু করেন তারা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের একদফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম।
এসময় শিক্ষার্থীদের পক্ষ নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। তবে এ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে হুকুম করে এদেশের ছাত্র, শিশু ও জনতার বুকের ওপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করেছে। অ্যামনেস্টি ইন্টান্যাশনালসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ হত্যাকে গণহত্যা বলেছে এবং ক্রাইম এগেনস্ট হিউম্যান বলে আখ্যায়িত করেছে।
Advertisement
এ অধ্যাপক আরও বলেন, জাতিসংঘের মার্কস বিহিকলস ব্যবহার করে এ হত্যাকাণ্ড সংগঠিত করেছে এ সরকার। আমরা রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বসে থাকতে পারি না। শিক্ষার্থীদের একদফা দাবির আগে আরও অনেক দাবি ছিল। সেগুলো সরকার না মেনে হত্যাকাণ্ড সংগঠিত করায় ছাত্ররা একদফা দিতে বাধ্য হয়েছে। গতকাল দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে; এরপর আর কোনো অধিকার নাই এ সরকারের পদে বসে থাকার। তাই আমি বিনয়ের সঙ্গে বলব আর কোনো গণহত্যা না করে ছাত্ররা নতুন বাংলাদেশ গড়ার যে স্লোগান দিয়েছে তা মেনে নিয়ে আপনারা বিদায় হন।
নাঈম আহমদ শুভ/আরএইচ/এমএস