দেশজুড়ে

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ভাঙচুর, শামীম ওসমানের ছবিতে আগুন

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ভাঙচুর, শামীম ওসমানের ছবিতে আগুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাব ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। এসময় ক্লাবের সামনে টানানো এমপি শামীম ওসমানের ছবি সম্বলিত ব্যানার নামিয়ে পুড়িয়ে দেন তারা।

Advertisement

রোববার (৪ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীরা রাইফেল ক্লাবের পার্শ্ববর্তী পেট্রোল পাম্পে পার্কিং করে রাখা শীততাপ নিয়ন্ত্রিত চারটি বাসে ভাঙচুর চালান। ভাঙচুর শেষে আগুন দেওয়ার চেষ্টা করলে অন্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাবটি অঘোষিত কার্যালয় হিসেবে ব্যবহার করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা বিশাল আকার ধারণ করেন। তাদের সঙ্গে পোশাকশ্রমিকরাও যোগ দেন। পরে সবাই শহরের চাষাঢ়া গোল চত্বর এলাকায় অবরোধ করেন। একপর্যায়ে আন্দোলনকারীরা রাইফেল ক্লাবে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করেন তারা। এসময় ক্লাবের সামনে টানানো শামীম ওসমানের ছবি সম্বলিত ব্যানার নামিয়ে পুড়িয়ে দেন আন্দোলনকারীরা।

Advertisement

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আন্দোলনকারী ও পুলিশের বক্তব্য পাওয়া যাওয়া যায়নি।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম