বিভিন্ন স্থানের সংঘর্ষে ইটের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এ পর্যন্ত আহত ২৬ জন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Advertisement
রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে বিভিন্ন স্থান থেকে আহতরা ঢাকা মেডিকেলে আসতে থাকেন।
আহতরা হলেন, মাহিন(২৫), হাসিবুর রহমান (৩০), সুভাষ (২৪), রিমন (৩২), তানভির (২০), সেলিম (৪০), নিজাম (২২), মাহিন (২১), আকাশ(২১), মাহিন(২১), মুরাদ হোসেন দ্বিপ (১৭), মঞ্জিল (৪০), আল আমিন (২২), সাব্বির(১৮), জামিল(৪০)। বাকি কয়েকজনের নাম জানা যায়নি।
আরও পড়ুন>>>রংপুরে ধাওয়া পাল্টাধাওয়ায় নিহত ২ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আহতদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
Advertisement
কাজী আল আমিন/এসআইটি/জেআইএম