দেশজুড়ে

কুমিল্লায় ইউএনওর গাড়ি ভাঙচুর

কুমিল্লায় ইউএনওর গাড়ি ভাঙচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবি আদায়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের গাড়ি ভাঙচুর করেন তারা।

Advertisement

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

ইউএনও স ম আজহারুল ইসলাম নিজেই জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাড়ে ১১টার দিকে আমি অন্য একটি কাজে যাচ্ছিলাম। এ সময় সড়ক বন্ধ করে শিক্ষার্থীরা উপজেলা সদরেই বিক্ষোভ করছিলেন। বিক্ষোভ দেখে আমি গাড়ি থেকে নেমে সমন্বয়কদের সঙ্গে কথা বলে সামনের দিকে যাচ্ছিলাম। এক পর্যায়ে মিছিল থেকে আমার গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। পরে সেখান থেকে এসে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকা ব্যক্তিদের জানানো হয়েছে।

Advertisement

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ জাগো নিউজকে বলেন, ইউএনও স ম আজহারুল ইসলামের কাছ থেকে বিষয়টি জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম