জাতীয়

কাজলায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

কাজলায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর শনিরআখড়ার কাজলা এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলির শব্দ শোনা গেছে।

Advertisement

রোববার (৪ আগস্ট) দুপুরে শনিরআখড়ার কাজলা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অসহযোগ আন্দোলনকে ঘিরে সকাল থেকেই শনিরআখড়ায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। ফলে এই সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা এ সড়কের বিভিন্ন স্থানে রশি টানিয়ে রাস্তা আটকে দিয়েছে। তবে জরুরি প্রয়োজনীয় যানবাহন চলাচল করতে দিচ্ছেন তারা।

এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় ছাত্রলীগের। দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এসম গুলির শব্দ শোনা গেছে।

Advertisement

এদিকে, নিরাপত্তার স্বার্থে মেয়র হানিফ ফ্লাইওভারেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফ্লাইওভারের প্রতিটি মুখ বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা জানান, অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজের যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে। অন্য যানবাহন এমনকি রিকশাও আমরা ফিরিয়ে দিচ্ছি। আন্দোলন সফল করতে আমরা আমাদের মতো চেষ্টা করছি।

আইএইচআর/এসএনআর/জেআইএম

Advertisement