জাতীয়

প্রেস ক্লাবে পুলিশ বক্সে আগুন

প্রেস ক্লাবে পুলিশ বক্সে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও সরকারের পদত্যাগের এক দফা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবরোধ করছেন আন্দোলনকারীরা। এসময় প্রেস ক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে।

Advertisement

পরে পররাষ্ট্র ভবনে বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপের চেষ্টা করা হয়। ভবনের সামনে অগ্নিসংযোগ করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় পুলিশ-ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

আরএএস/এমকেআর/এএসএম

Advertisement