আইন-আদালত

সিএমএম আদালতে হামলা, প্রিজনভ্যান-পুলিশের গাড়ি ভাঙচুর

সিএমএম আদালতে হামলা, প্রিজনভ্যান-পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকার নিম্ন আদালতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় প্রিজনভ্যান,পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন দুর্বৃ্ত্তরা।

Advertisement

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে সিএমএম আদালতের চত্বরে এ ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীরা হাজতখানার সামনে থাকা একটি প্রিজনভ্যান, কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এছাড়া সিএমএম আদালতের পেছনের গেটের নিচতলার সিঁড়ির রেলিং ভাঙচুর করেন।

প্রত্যেক্ষদর্শীরা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সিএমএম গেটের সামনে শতাধিক বিক্ষোভকারী বিক্ষোভ করছিল। এ সময় সিএমএম গেট তালা বন্ধ ছিল। এর মধ্যে কয়েকজন বিএনপিপন্থি আইনজীবী সিএমএম কোর্টের গেট খুলে দেয়। এসময় বিক্ষোভকারীরা সিএমএম আদালত চত্বরে প্রবেশ করে ভাঙচুর চালানো শুরু করেন। পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও লাঠিচার্জ করেন।

কোতোয়ালি থানার এসআই পার্থ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা সিএমএম আদালত চত্বরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এসময় একটি প্রিজনভ্যান,কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করে। পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও লাঠিচার্জ করে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

Advertisement

জেএ/জেএইচ/এএসএম