রাজধানীর মিন্টো রোডে একাধিক মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবন। মিন্টো রোডের আগে হোটেল শেরাটন পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বক্সে আগুন দেওয়ার পর মিন্টো রোডে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
Advertisement
রোববার (৪ আগস্ট) দুপুর ১২টা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মিন্টো রোডে পুলিশ ব্যারিকেড দেওয়া হয়েছে। কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন:
বঙ্গবন্ধু মেডিকেলে গাড়িতে আগুন, যেতে পারছে না ফায়ার সার্ভিস রণক্ষেত্র মুন্সিগঞ্জ, গুলিতে নিহত ২ গণভবনে চলছে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকঘটনাস্থলে থাকা রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, মিন্টো রোডে নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিন্টো রোডে আন্দোলনকারীরা যাতে না আসতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
Advertisement
সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টা ৪৭ মিনিটের দিকে শাহবাগ থেক হোটেল শেরাটন ক্রস করে মিন্টো রোডের দিকে আসা শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
টিটি/এসএনআর/এএসএম