জাতীয়

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

Advertisement

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার পরে নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন।

ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে মিরপুর ১০ এ অবস্থান করছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া কাজীপাড়া এলাকায় ও আওয়ামীলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এসময় নেতাকর্মীদের হাতে বাঁশ, লাঠি ও প্ল্যাষ্টিকের পাইপ দেখা গেছে।

মিরপুর ১১ নম্বর ও বিভিন্ন সড়ক থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ১০ নম্বরে দিকে যাচ্ছেন।

Advertisement

আরও পড়ুন>>>শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান

তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। এছাড়া সকাল থেকে এ এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি। এমনকি কোন ট্রাফিক পুলিশ ও নেই। আন্দোলনকারীদের বিচ্ছিন্নভাবে বিভিন্ন অলিগলিতে অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে, শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।

এসএম/এসআইটি/জেআইএম

Advertisement