জাতীয়

রামপুরায় জড়ো হচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অসহযোগ আন্দোলন সফল ও সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে রাজধানীর রামপুরা এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Advertisement

রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে সেখানে অবস্থান নিতে শুরু করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে জড়ো হওয়া শুরু করেন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে ১ হাজারের বেশি শিক্ষার্থীকে অবস্থান নিতে দেখা গেছে।

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ অবস্থানে অংশ নিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ইউল্যাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

Advertisement

বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোর রিট খারিজ সায়েন্সল্যাব অবরোধ করেছেন আন্দোলনকারীরা ঢাকার সড়কে গণপরিবহন কম, রিকশার আধিপত্য

শিক্ষার্থীদের এ কর্মসূচিতে অভিভাবকদেরও অংশ নিতে দেখা গেছে। তাছাড়া আশপাশের বিভিন্ন কলেজ, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরাও এতে অংশ নিয়েছেন।

শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করছেন। দুপুর ২টার পর তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে রওয়ানা হবেন বলে জানিয়েছেন।

এদিকে, শিক্ষার্থীরা সকাল থেকে সেখানে অবস্থান নিলেও আশপাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কোনো অবস্থান দেখা যায়নি। আশপাশে দেখা যায়নি পুলিশ সদস্যদেরও।

এএএইচ/এসএনআর/এএসএম

Advertisement