ক্যাম্পাস

শিক্ষার্থীদের সহায়তায় এআইইউবির জরুরি সেবা টিম

শিক্ষার্থীদের সহায়তায় এআইইউবির জরুরি সেবা টিম

দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের জরুরি চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ‘জরুরি সেবা প্রদান টিম’ গঠন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।

Advertisement

সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এআইইইউবি'র যে সব শিক্ষার্থী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নিয়ে এআইইইউবি কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বিগ্ন। ছাত্র-ছাত্রীদের সুস্থতা, সার্বিক নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ। এআইইউবি এই কঠিন সময়ে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারকে সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন>>>শেকৃবি শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে প্রক্টরকে জানানোর আহ্বান

শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনে এআইইউবি ওয়েবসাইটে দেওয়া হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এআইইউবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।

এসআইটি/জেআইএম

Advertisement