জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী ৯ বিচারপতি।
Advertisement
শনিবার (৩ আগস্ট) তারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বিচারপতিরা জাতির পিতার পরিবারের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন।
আরও পড়ুনযাত্রাবাড়ীতে অধিকাংশই গুলিতে নিহত, ২ পুলিশসহ ৪ জনকে পিটিয়ে হত্যা কোটা আন্দোলনে নিহত বেশি যাত্রাবাড়ীতে, ১৩ জনের বয়স ১০-১৮হাইকোর্টের ৯ বিচারপতি হলেন- বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি এ কে এম রবিউল হাসান।
Advertisement
দুই বছর আগে নিয়োগ পাওয়া হাইকোর্টের এ ৯ বিচারপতিকে গত ৩০ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে শপথ পড়ান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান।
এফএইচ/কেএসআর