দেশজুড়ে

বরিশালে আলোর মিছিল

বরিশালে আলোর মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে বরিশালে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছেন শিক্ষার্থীরা।

Advertisement

শনিবার (৩ আগস্ট) রাতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে আলোর মিছিল বের হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে শত শত শিক্ষার্থী শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন। এরপর প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী তুবা বলেন, আমাদের চেতনার উৎস তারা যারা বৈষম্য বাতিলে প্রাণ দিয়ে গেছেন। তাদের শ্রদ্ধা জানাতেই আমাদের এই মোমবাতি মিছিল। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। সব ছাত্র-ছাত্রীকে জিজ্ঞেস করুন, তারা মৃত্যুকে এখন আর ভয় পায় না।

Advertisement

আরও পড়ুনকুমিল্লায় দুই শিক্ষার্থী নিহতের তথ্য ‘গুজব’ রোববার সব রুটে ট্রেন চলাচল বন্ধ 

আরেক শিক্ষার্থী দিব্য বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকেই আমরা শিখেছি অধিকার আদায় করতে লড়াই করতে হয়। আমরা সে লড়াইয়ে নেমেছি। বাঙালি কখনো পরাজয় মেনে নেয়নি। এবারও আমরা একটি বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ গঠন করেই ঘরে ফিরবো। ১৯৭১ সালের লড়াই ছিল স্বাধীনতার আন্দোলন। ২০২৪ সালের আন্দোলন রাষ্ট্র সংস্কারের আন্দোলন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের কর্মসূচিতে কোনো বাধা দেইনি। তারপরও দুপুরে শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা করেছেন। শাওন খান/কেএসআর