জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যার পর গণভবনে এ বৈঠক শুরু হয়। রাত সোয়া ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

আরও পড়ুনশহীদ মিনার থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী 

বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর শিক্ষকদের বক্তব্য শোনেন।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গড়ে তোলা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাক দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

এসইউজে/কেএসআর