কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে সরকারের পদত্যাগের দাবিতে সন্ধ্যা ৭টার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলো আন্দোলনকারী ছাত্র-জনতা। প্রায় দুই ঘণ্টা অবরোধ শেষে শাহবাগ থেকে সরে দাঁড়িয়েছেন আন্দোলনকারীরা।
Advertisement
শনিবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেয় তারা। বর্তমানে ২০ থেকে ৩০ জনের মতো শিক্ষার্থীকে শাহবাগ মোড়ের পাশে অবস্থান করতে দেখা গেছে।
আরও পড়ুন
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা, গাড়ি ভাঙচুর শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা এবার চসিক মেয়রের বাসভবনে হামলাএর আগে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিতে দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে শুরু করে হাজার হাজার শিক্ষার্থী-জনতা। পরে সেখানের কর্মসূচি শেষে একটি অংশ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে। অরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। কিছুক্ষণ পরে সেখান থেকেও সরে গিয়েছিলো আন্দোলনকারীরা।
Advertisement
এনএস/এমআরএম/এএসএম