তথ্যপ্রযুক্তি

টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত যা করবেন

টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে একে অন্যের সঙ্গে চ্যাট করার পাশাপাশি অনেকেই অনেক কিছু শেয়ার করেন। এছাড়া ভিডিও কলের জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম।

Advertisement

ব্যবহারকারীদের চ্যাট এবং তথ্যের নিরাপত্তায় টেলিগ্রাম নানান ফিচার যুক্ত করেছে। তারপরও আমাদের অসতর্কতায় অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। যেমন ফিশিং লিঙ্ক। হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট নিজেদের দখলে নিতে সবচেয়ে বেশি যে উপায় অবলম্বন করে তা হচ্ছে ফিশিং লিঙ্ক।

ভুয়া লিঙ্ক পাঠিয়ে অ্যাকাউন্টের এক্সেস নিয়ে নেয়। তারপর আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করতে পারে। কিছু বিষয়ে খেয়াল রাখলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না। যেমন-

>> নিজেদের প্রোফাইলে অপ্রত্যাশিত পরিবর্তন, যেমন বায়ো, ইউজারনেম বা প্রোফাইল ছবি।>> অজানা গ্রুপে অ্যাড হওয়া বা অপরিচিত বন্ধু তালিকায় থাকা।>> ডিভাইস সেটিংয়ে তালিকাভুক্ত ডিভাইসের বাইরে অজানা ডিভাইস যুক্ত থাকা।>> সন্দেহজনক লিঙ্ক বা মেসেজ আসা।

Advertisement

আরও পড়ুন

টেলিগ্রামে ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করবেন যেভাবে

অ্যাকাউন্ট হ্যাক যদি হয়েই যায় তাহলে দ্রুত একটি কাজ করতে হবে। টেলিগ্রামের সেটিংস অপশনে যেতে হবে এবং তারপর ‘ডিভাইস।’ কোনো অজানা ডিভাইস থাকলে তা বন্ধ করতে হবে।

টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাকার থেকে সুরক্ষিত রাখতে যা করবেন-

>> টু-ফ্যাক্টর অথেনটিকেশন এনেবল রাখুন। এটি আপনার অ্যাকাউন্টের সুরক্ষার স্তর কয়েকগুণ বাড়িয়ে দেবে।>> টেলিগ্রাম অ্যাকাউন্টের জন্য একটি শক্তিশালী ব্যবহার করুন।>> নিয়মিত অ্যাপ আপডেট করুন, এতে আপনার অ্যাকাউন্ট আরও বেশি সুরক্ষিত থাকবে।>> ম্যালওয়্যারের জন্য নিজেদের ডিভাইসগুলো নিয়মিত স্ক্যান করুন।>> অপরিচিত কারও দেওয়া লিঙ্কে প্রবেশ করা থেকে সতর্ক থাকুন। আরও পড়ুন

Advertisement

টেলিগ্রামেও পাবেন এআই সুবিধা টেলিগ্রামে প্রতারণার নতুন ফাঁদ, সতর্ক হবেন যেভাবে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস