নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা মা-ছেলেসহ একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
Advertisement
শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে চৌমুহনী-ফেনী ফোরলেন আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সিএনজি অটোরিকশার চালক জসিম উদ্দিন (৫৫), তার মা তাহেরা বেগম (৭৫) ও ভাবী কহিনুর বেগম (৪৫)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
Advertisement
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহসহ গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। বাসের চালক-সহকারী পলাতক রয়েছেন। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশার চালক জসিম উদ্দিন মা ও ভাবীকে নিয়ে সেনবাগের দিকে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় পৌঁছালে ফেনী থেকে চৌমুহনীগামী স্টার লাইন বাস তাদের মুখোমুখী ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে তিনজনই ঘটনাস্থলে প্রাণ হারান।
মো. ইসমাইল নামে বাসে থাকা এক যাত্রী জাগো নিউজকে বলেন, যাত্রীবাহী স্টার লাইন বাসটি চৌমুহনী হয়ে লক্ষ্মীপুর যাওয়ার কথা ছিল। বেপরোয়া গতিতে চালানো দেখে অনেক যাত্রী চালককে সতর্ক করেছিলেন। ঘটনাস্থলের আগে বাম পাশের লেন সরু দেখে চালক বাসটি ডানপাশের লেনে ঢুকিয়ে দেন। এতে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের লিখিত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম