জাতীয়

দেড় ঘণ্টা ধরে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গুলিতে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা৷ ফলে সায়েন্সল্যাব মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে।

Advertisement

শনিবার (৩ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটে সরেজমিনে সায়েন্সল্যাব মোড় এলাকায় দেখা যায় শিক্ষার্থীরা সংলগ্ন সড়ক অবরোধ করে রেখেছে]ন। এর আগে দুপুর ১২টা ২০মিনিটের দিকে সায়েন্সল্যাবে মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা রাস্তায় নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আরও পড়ুন:গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রীআফতাবনগরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এসেছি: পুলিশইস্টওয়েস্টের সামনে শিক্ষার্থীদের অবস্থান, যোগ দিচ্ছেন অন্যরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, সায়েন্সল্যাব মোড়ে কর্মসূচি শেষে আমরা কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবো।

Advertisement

আন্দোলনরত শিক্ষার্থীদের এসময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এদিকে, সায়েন্সল্যাব মোড়ের পাশেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এনএস/এসএনআর/জেআইএম

Advertisement