বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রাজধানীর মিরপুর-১০ নাম্বার গোল চত্বরে বিক্ষোভ করছেন তারা।
Advertisement
শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীরা ১০ নাম্বার আসতে শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন:
আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ইস্টওয়েস্টের সামনে শিক্ষার্থীদের অবস্থান, যোগ দিচ্ছেন অন্যরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরাএ সময় ব্যাপক পুলিশ সদস্যের অবস্থানও লক্ষ্য করা গেছে সেখানে।
Advertisement
এর আগে শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দেন, ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়। সারাদেশের আপামর জনসাধারণকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান তারা।
এসএম/এসএনআর/এমএস