জাতীয়

আফতাবনগরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এসেছি: পুলিশ

আফতাবনগরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এসেছি: পুলিশ

শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

Advertisement

অপরদিকে, নিরাপত্তা ও শান্তিপূর্ণ আন্দোলনে যেন কেউ নাশকতা করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি আবদুস সালাম

শনিবার (৩ আগস্ট) আফতাবনগর প্রধান গেটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন:

Advertisement

গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী ইস্টওয়েস্টের সামনে শিক্ষার্থীদের অবস্থান, যোগ দিচ্ছেন অন্যরা

তিনি বলেন, শিক্ষার্থীরা সকাল থেকেই তাদের শান্তিপূর্ণ আন্দোলন করছে। তাদের আন্দোলনে আমরা কোনো বাধা প্রদান করবো না। তারা বলেছে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। এরপর তারা প্রধান সড়কে র্যালি করবে।

আমরা তাদের নিরাপত্তা দিতে এসেছি জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আমরা আফতাবনগর গেটে অবস্থান করছি।

এএএম/এসএনআর/এমএস

Advertisement