জাতীয়

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (২ আগস্ট) ভোরে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের হাশিমপুর বায়তুন নুর জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ফজরের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানান স্থানীয়রা। ফজরের নামাজ পড়তে আসা স্থানীয় মুসল্লিরা মুয়াজ্জিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহত আরিফুর রহমান দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামিরজুরী গ্রামের রাজা মিয়ার ছেলে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, হাশিমপুর বায়তুন নুর জামে মসজিদে ভোরে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Advertisement

এমডিআইএইচ/এমকেআর