গণমাধ্যম

জাগো নিউজের প্রধান প্রতিবেদক হলেন মনিরুজ্জামান উজ্জ্বল

দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম- এর প্রধান প্রতিবেদকের দায়িত্ব পেলেন বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জ্বল। একই সঙ্গে উপ-প্রধান প্রতিবেদকের দায়িত্ব দেয়া হয়েছে জাগোনিউজ২৪.কম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সিরাজুজ্জামানকে।বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাদেরকে এ দায়িত্ব দেয়া হয়। এ সময় জাগোনিউজ২৪.কম এর প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, ব্যবস্থাপনা সম্পাদক কে এম জিয়াউল হক, সহকারী সম্পাদক ড. হারুন রশীদ, সহকারী বার্তা সম্পাদক আরিফুল ইসলাম আরমান ও মাহাবুর আলম সোহাগসহ জাগো নিউজ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।  মনিরুজ্জামান উজ্জ্বল দৈনিক বাংলার বাণী পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল ও ঢাকা ট্রিবিউন পত্রিকায় সফলতার সঙ্গে কাজ করেন।জাগোনিউজ২৪.কম- এর উপ-প্রধান প্রতিবেদক সিরাজুজ্জামান২০১৫ সালের ১ জুন বিশেষ সংবাদদাতা হিসেবে জাগোনিউজ২৪.কমে যোগদান করেন মনিরুজ্জামান উজ্জ্বল। জাগো নিউজে যোগদানের পর তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এ দুটি সংগঠনের সেরা প্রতিবেদকের পুরস্কার পান। অনুসন্ধানী রিপোর্টিংয়ের জন্য এর আগে তিনি অসংখ্য পুরস্কার লাভ করেছেন। এছাড়া তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর দফতর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মনিরুজ্জামান উজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক।অপরদিকে সিরাজুজ্জামান দৈনিক ভোরের ডাক পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক বর্তমান পত্রিকাতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। গেল বছরের এপ্রিল মাসে তিনি জাগোনিউজ২৪. কম-এ জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগদান করেন। সিরাজুজ্জামান সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন। ইতোমধ্যেই তার তিনটি বই প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি জনপ্রিয় লেখক আখতারুজ্জামান ইলিয়াসের স্নেহভাজন ছাত্র ছিলেন।এএসএস/এআরএস/এসএইচএস/পিআর

Advertisement