দেশজুড়ে

নরসিংদীতে ছাত্রলীগ-শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৬

নরসিংদীতে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের অরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

শিক্ষার্থীরা জানায়, অ্যাডভোকেট শিরিন সুলতানাসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা উপজেলা মোড়ে এসে জড়ো হয়। এসময় তাদের বাধা দেয় মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে গোলাম রাশেদ তমালসহ ছয়জন আহত হন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, দুপুরে উপজেলা মোড় এলাকায় লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় ছাত্রলীগ। পরে দুপুর পৌনে ৩টা নাগাদ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাঁধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, বিষয়টি পুরোপুরি আমার নলেজে নাই। খোঁজ নিয়ে দেখছি।

Advertisement

সঞ্জিত সাহা/আরএইচ/এমএস