গত টোকিও অলিম্পিকে মানসিক স্বাস্থ্যের কারণে একাধিক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সিমোনে বাইলস। তবে এবার প্যারিস অলিম্পিকে দুরন্ত ছন্দে রয়েছেন যুক্তরাষ্ট্রের এই নারী অ্যাথলেট।
Advertisement
আগেই প্যারিসে দলগত ইভেন্টে আমেরিকা যুক্তরাষ্ট্র দলের হয়ে জিমন্যাস্টিকসে সোনা পেয়েছিলেন বাইলস। বৃহস্পতিবার মেয়েদের অল অ্যারাউন্ডের ফাইনালে নেমেছিলেন তিনি। সেখানেও সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের তারকা।
এটি বাইলসের অলিম্পিক গেমসের ক্যারিয়ারে ষষ্ঠ সোনার পদক। চলতি প্যারিস অলিম্পিক গেমসের আসরে যুক্তরাষ্ট্রের সপ্তম স্বর্ণ পদক, সব মিলিয়ে ৩৪তম।
এদিন দুরন্ত পারফরম্যান্স করে সোনা জয় নিশ্চিত করেছেন বাইলস। বাইলস ফাইনালে ৫৯.১৩১ স্কোর করেছেন। প্যারিসে চলতি অলিম্পিক গেমসের আসরে এটি বাইলসের দ্বিতীয় সোনা।
Advertisement
বাইলসের ক্যারিয়ারের ষষ্ঠ অলিম্পিক সোনা এটি। এছাড়াও তিনি সবমিলিয়ে ৯টি পদক জিতেছেন। এই বিভাগে রুপা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। তিনি ৫৭.৯৩২ স্কোর করেছেন। ব্রোঞ্জ পেয়েছেন বাইলসের স্বদেশি তারকা সুনিসা লি।
এমএমআর/এএসএম