দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের গণমিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা নানান স্লোগান দিতে থাকেন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নারায়ণগঞ্জ পলিটেকনিক্যাল ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী। দাবি আদায় না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে।

ঊর্মি নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা যৌক্তিক দাবিতে মাঠে নেমেছি। আমাদের সহপাঠীদের রক্ত ঝরেছে। আমরা তার বিচার চাই।’

Advertisement

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দীক বলেন, অল্প কয়েকজন শিক্ষার্থী শান্তিপ্রিয়ভাবে সড়কে অবস্থান করেছিল। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম