বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল করেছেন বরিশালের শিক্ষার্থীরা। পরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থান নিয়ে দুই ঘণ্টা বিক্ষোভ করেন তারা।
Advertisement
শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
এর আগে বিএম কলেজের সামনে থেকে গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। পরে শিক্ষার্থীরাই যান চলাচল স্বাভাবিকে কাজ করেন। এসময় বাস টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য উপস্থিতি ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন। তাতে যানবাহন চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি। এখন শিক্ষার্থীরা বিএম কলেজের দিকে চলে গেছেন।
Advertisement
শাওন খান/এসআর/এএসএম