জুমার নামাজের পর বায়তুম মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগ এলাকায় গিয়ে অবস্থা নেয় ‘ছাত্র ঐক্য’। এরপর সেখান থেকে ফিরে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শেষ করেন তারা।
Advertisement
শুক্রবার (২ আগস্ট) কোটা আন্দোলন ঘিরে হত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কওমি মাদরাসা ছাত্র ঐক্য ‘ছাত্র বিক্ষোভ’ কর্মসূচি পালন করা হয়।
মিছিল নিয়ে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেতে চাইলে পুলিশ তাদের শাহবাগ মোড়ে বাধা দেয়। এরপর শাহবাগে কিছুক্ষণ অবস্থান নেন তারা। এরপর প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে মিছিল শেষ করে।
আরও পড়ুন:
Advertisement
এর আগে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ছাত্র ঐক্যের মিছিলটি শুরু হয়। প্রায় একঘণ্টা এ মিছিল বিভিন্ন এলাকা প্রদর্শন করে।
এনএইচ/এসএনআর/এএসএম