আন্তর্জাতিক

হানিয়া ইস্যুতে সেন্সরশিপ, ইনস্টাগ্রাম বন্ধ করলো তুরস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে তুরস্ক। দেশটির কমিউনিকেশন অথোরিটি এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে তুরস্কের এক শীর্ষ কর্মকর্তা হামাস সংশ্লিষ্ট কন্টেন্টে সিন্সেরশিপের জন্য মাধ্যমটির সমালোচনা করেন।

Advertisement

দেশটির কমিউনিকেশন অথোরিটি জানিয়েছে, ২ আগস্ট নেওয়া এক সিদ্ধান্তের মাধ্যমে ইনস্ট্রগ্রাম ডটকমকে ব্লক করে দেওয়া হয়েছে। তবে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন>

হানিয়া হত্যার প্রতিশোধ নিতে আলোচনায় বসছে মিত্ররা পাকিস্তানে এখনো বন্ধ এক্স, কবে চালু হবে?

গত বুধবার তার্কিস প্রেসেডেন্সির কমিউনিকেশন ডিরেক্টর ফাহরেটিন আলতুন অভিযোগ করে বলেছিলেন, হামাস নেতা হানিয়া হত্যাকাণ্ড নিয়ে করা সমবেদনামূলক পোস্টগুলো ব্লক করে দিচ্ছে ইনস্টাগ্রাম।

Advertisement

এক্স হ্যান্ডেলে তিনি বলেন, খুব সাধারণভাবেই এটা সেন্সরশিপ। এ সময় তিনি বাক-স্বাধীনতা রক্ষার কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আমরা বারবারই দেখিয়েছি তারা বিশ্বের শোষণ ও অবিচারের পক্ষে কাজ করে।

ফাহরেটিন আলতুন বলেন, সবক্ষেত্রেই আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো।

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়। এতে তার এক দেহরক্ষীও নিহত হয়েছে।

Advertisement

সূত্র: আল-জাজিরা

এমএসএম